ডিএ নিয়ে রাজ্যকে হলফনামা দেওয়ার নির্দেশ দিল স্যাট

কলকাতা, ১২ সেপ্টেম্বরঃ কেন্দ্রীয় সরকারের সমহারে রাজ্য সরকারি কর্মীদের ডিএ দেওয়া নিয়ে হলফনামা জমা দিতে হবে রাজ্যকে। বুধবার ডিএ মামলার শুনানির সময় রাজ্যকে এমনটাই নির্দেশ দিল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল। এই মামলার পরবর্তী শুনানি ৪ অক্টোবর।

রাজ্য সরকারি কর্মীদের সংগঠনের তরফে প্রথমে স্যাট-এ মামলা করা হয়। সেই মামলা যায় কলকাতা হাইকোর্টে। ২০১৬ সালে কেন্দ্রীয় সরকার ১২৫ শতাংশ হারে যখন ডিএ দেয় তখন রাজ্য দেয় ৭৫ শতাংশ হারে। সেইসময় মামলার শুনানিতে রাজ্য সরকার স্যাট-এ বলেছিল ডিএ হল সরকারের দয়ার দান। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা করেন স্বপনকুমার দে নামে রাজ্য অর্থদপ্তরের এক কর্মচারী। সেই অনুযায়ী এদিন স্যাট-এ মামলার শুনানি হয়। ২৪ সেপ্টেম্বরের মধ্যে রাজ্য সরকারকে দুটি বিষয়ে হলফনামা জমা দেওয়া নির্দেশ দিয়েছে স্যাট।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Qm0nEx

September 12, 2018 at 06:32PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top