নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বরঃ অস্কারের দৌড়ে সেরা বিদেশি সিনেমা বিভাগে ঢুকে পড়ল ভারতের একটি আঞ্চলিক সিনেমা। অসমিয়া ভাষায় তৈরি ‘ভিলেজ রকস্টার্স’ এবার অস্কারের দৌড়ে ভারতের প্রতিনিধি। বলিউড সিনেমার পাশাপাশি এই সিনেমা নিয়েও আগ্রহ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
সংবাদমাধ্যমে জুরি বোর্ডের সদস্য অনন্ত মহাদেবন জানিয়েছেন, একেবারে আন্তর্জাতিক মানের সিনেমা ‘ভিলেজ রকস্টার্স’। এমন সিনেমাকে বাছতে পেরে আমরাও গর্বিত।
এই সিনেমা পরিচালনা করেছেন রিমা দাস। এটি একটি কমবয়সী মেয়ের গল্প। সে ভালো গিটার বাজায়। এমন এক পুরুষতান্ত্রিক সমাজে যেখানে মহিলাদের প্রতি মুহূর্তে হাজারো প্রশ্নের সম্মুখীন হতে হয়। দশ বছর বয়সী সেই ধুনু অসমের এক প্রত্যন্ত গ্রামে থাকে। নিজের গিটার দিয়ে সে বিশ্বের কাছে নিজেকে মেলে ধরতে চায়।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2I4MVBa
September 22, 2018 at 05:23PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন