লন্ডন, ২২ সেপ্টেম্বর- কেম্যান দ্বীপপুঞ্জের গভর্নর আনোয়ার চৌধুরীকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) কেম্যান দীপপুঞ্জের গভর্নর অফিসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাকে প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। সরকারের একজন মুখপাত্র জানান, আনোয়ারকে এ পদ থেকে প্রত্যাহার করা হলেও তিনি লন্ডনে কূটনৈতিক পদে ফিরতে পারেন। এর আগে, চলতি বছরের জুনে তাকে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করে লন্ডনে ডেকে পাঠানো হয়। আনোয়ার চৌধুরীর বিরুদ্ধে নানা অভিযোগ তদন্তাধীন বলে জানা গেছে। তবে অভিযোগের ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। এ ব্যাপারে শুক্রবার রাতে আনোয়ার চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে সর্বশেষ এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে আনোয়ার চৌধুরী বলেছিলেন, আমাকে ঘিরে বাংলাদেশ ও ব্রিটেনের বাঙালি কমিউনিটিতে উদ্বেগ ও ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ হিসেবে আনোয়ার চৌধুরী অনেকটা রোল মডেল বিবেচিত। বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করার সময় তিনি দেশে-বিদেশে পরিচিতি পান। তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন এআর/০৮:৩০/২২ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2O0XwCp
September 22, 2018 at 02:27PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top