বন্যায় প্লাবিত নাইজিরিয়া, মৃত শতাধিক

আবুজা, ১৮ সেপ্টেম্বরঃ আমেরিকা, ফিলিপিন্স, চিন যখন টাইফুনে কাঁপছে, তখন বন্যায় প্লাবিত নাইজিরিয়া। গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের জেরে নাইজিরিয়ার মধ্য ও দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে। শতাধিক মানুষের মৃত্যুও হয়েছে এবং ঘরছাড়া হয়েছেন কয়েক হাজার মানুষ। নাইজিরিয়ার বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে জানানো হয়েছে, এবারের বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নাইজার প্রদেশ। কেবল সেখানেই প্রায় ৫০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ১১টি রাজ্য প্লাবিত হয়েছে। সরকারের তরফে বন্যা-কবলিত এলাকার বাসিন্দাদের অন্যত্র সরানো হচ্ছে। তবে বৃষ্টি অব্যাহত থাকায় পরিস্থিতি আরও ভযাবহ হওয়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করার কথা ভাবছে নাইজিরিয়া সরকার।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2OwwxM7

September 18, 2018 at 08:28PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top