কলকাতা, ১৮ সেপ্টেম্বরঃ ফের ভরতি নিয়ে বিরাম্বনা। যাদবপুর বিদ্যাপীঠের সামনে রাজা এসসি মল্লিক রোড অবরোধ করল অভিভাবকেরা। মঙ্গলবার সকাল ৭টা থেকেই স্কুল ক্যাম্পাসে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষোভ বাড়তে থাকে। স্কুলের সামনের রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান তাঁরা। বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলে বিক্ষোভ।
পঞ্চম শ্রেণিতে লটারির মাধ্যমে ভরতিতে আপত্তি করে অবরোধ শুরু করা হয়। অবরোধের জেরে আটকে পড়েন নিত্য অফিসযাত্রী থেকে শুরু করে অন্য স্কুল-কলেজের ছাত্রছাত্রীরাও।
পঞ্চম শ্রেণিতে লটারির মাধ্যমে ভরতি হতে হবে যাদবপুর বিদ্যাপীঠে। এমনটাই উল্লেখ করা হয়েছিল স্কুলের নোটিস বোর্ডে। সকালে সেই নোটিস দেখে গর্জে ওঠেন প্রাথমিকের অভিভাবকরা। তাঁরা বলেন, একবার স্কুলে ভরতির সময় তাঁরা লটারিতে অংশ নিয়েছেন। তাই এবার সন্তানদের জন্য সরাসরি ভরতির সুযোগ চান তাঁরা। এই দাবিতে রাস্তা অবরোধ করা হয়েছে বলে জানিয়েছেন অভিভাবকরা।
সূত্রের খবর, অভিভাবকদের চাপে প্রধান শিক্ষক রাজি হয়েছেন। তবে অভিভাবকদের দাবি, নতুন করে নির্দেশিকা জারি করতে হবে। তাঁদের সঙ্গে আলোচনায় বসার দাবিও করেছেন তাঁরা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2PFIf7k
September 18, 2018 at 01:03PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন