ভারত-পাকিস্তান সীমান্তে বসছে লেসার নিয়ন্ত্রিত ‘স্মার্ট ফেন্স’

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বরঃ ভারত-পাকিস্তান সীমান্তে বসছে স্মার্ট বেড়া। জানা গিয়েছে, জঙ্গি অনুপ্রবেশ ঠেকাতে সোমবার ওই প্রকল্পের সূচনা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। সীমান্তের পালৌরা থেকে ওই বেড়া দেওয়ার কাজ শুরু হচ্ছে।

নিয়ন্ত্রণরেখা বরাবর পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের দুটি জায়গায় ওই বেড়া দেওয়া হবে। এই বেড়া হবে লেজার নিয়ন্ত্রিত। সঙ্গে থাকবে আরও আধুনিক প্রযুক্তি। বিএসএফের তরফে জানানো হয়েছে, নজরদারির জন্য স্মার্ট ফেন্সে ব্যবহার করা হচ্ছে বহু যন্ত্রপাতি। স্মার্ট ফেন্সে থাকছে থার্মাল ইমেজার, আন্ডারগ্রাউন্ড সেন্সর, ফাইবার অপটিক্যাল সেন্সর। ফেন্সের বিভিন্ন জায়গায় বসিয়ে দেওয়া হবে রেডার।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2D2V4qO

September 17, 2018 at 04:03PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top