আবু ধাবি, ২৬ সেপ্টেম্বর- এশিয়া কাপের এবারকার আসর মাশরাফিরা শুরু করেছেন শ্রীলঙ্কা বধ দিয়ে। এরপর সুপার ফোরে বিদায় নিশ্চিত করে আফগানদেরও। বুধবার পাকিস্তানকে বিদায় করার পালা। আজ পাকিস্তানকে হারালেই তবে ফাইনালে খেলার টিকিট মিলবে। নিজেদের দিনে বাংলাদেশ যেকোন দলকেই হারানোর সামর্থ্য রাখে। আর ওয়ানডে হলে তো কথাই নেই। টাইগারদের নিয়ে ভাবতেই হবে প্রতিপক্ষকে। কিন্তু টাইগারদের ভাবনার কারণ হচ্ছে ওপেনিং জুটি। তামিমের অনুপস্থিতিতে ওপেনিং নিয়ে বেশ ভুগতে হচ্ছে বাংলাদেশকে। দীর্ঘ ৩ বছর পর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। দুই দলের সর্বশেষ দেখায় জিতেছে বাংলাদেশই। ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল। এশিয়া কাপের আগের ম্যাচে আফগানদের বিপক্ষে দুর্দান্ত জয় পাওয়া বাংলাদেশ আত্মবিশ্বাসে টগবগ করছে। সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে কোচ স্টিভ রোডসের কথায়ও। কাল সংবাদ সম্মেলনে আকারে ইঙ্গিতে জানিয়ে দিয়েছেন, ফাইনাল নিয়েই ভাবছেন তিনি। তা বাংলাদেশ ভাবতেই পারে। সেই সামর্থ্য দলটির রয়েছে। কিন্তু একটা বিভাগ নিয়ে কিছুতেই চিন্তা যাচ্ছে না। সেটি হচ্ছে উদ্বোধনী জুটি। ইনজুরির কারণে তামিম ইকবাল ছিটকে পড়ায় এই বিভাগটায় দুর্বলতা প্রকট হয়ে ধরা দিচ্ছে। টুর্নামেন্টে এ নিয়ে চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। চার ম্যাচে উদ্বোধনী জুটির অবদান যথাক্রমে ১, ১৫, ১৫ ও ১৬। এই চিত্রই বলে দেয় কতটা দুর্বলতা রয়েছে ওপেনিংয়ে। তামিম ছিটকে পড়ায় ওপেনিংয়ে সুযোগ পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু ৩ ম্যাচ মিলিয়ে তার মোট রান ২০ (৭, ৭, ৬)। অন্যদিকে লিটন দাসও রান পাচ্ছেন না নিয়মিত। যদিও আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ম্যাচে কিছুটা হেসেছিল তার ব্যাট, করেছিলেন ৪১ রান। কিন্তু আগের তিন ম্যাচে করেছিলেন ০, ৬, ৭। লিটন থাকবেন ওপেনিংয়েএটা ধরে নেওয়া যায়। কিন্তু তার সঙ্গী হবেন কে? শান্তকে কি আবার সুযোগ দেওয়া হবে? নাকি পরিবর্তন আসবে এই জায়গায়? গত ম্যাচের আগে উড়িয়ে নেওয়া হয়েছিল ইমরুল কায়েস ও সৌম্য সরকারকে। কিন্তু গেল ম্যাচে ইমরুলকে নামানো হয়েছে ৬ নম্বরে। এই পজিশনে তিনি ভালোও করেছেন। ফলে পাকিস্তানের বিপক্ষেও তাকে এই পজিশনে খেলানোর সম্ভাবনা বেশি। বাকি থাকেন সৌম্য। শান্তকে যদি আজ বসিয়ে রাখা হয় তবে লিটনের সাথে ওপেনিংয়ে দেখা যেতে পারে সৌম্যকে। এদিকে ভেতরের খবর, শান্তকে আরো একবার সুযোগ দিতে চান কোচ। কিন্তু টিম ম্যানেজমেন্টের বেশিরভাগ সদস্য চান সৌম্যকে খেলাতে। ফলে ওপেনিংয়ে লিটনের সঙ্গী কে হচ্ছেন, তা জানার জন্য অপেক্ষা করতে হবে বিকেল পর্যন্ত। সূত্র: পরিবর্তন এমএ/ ০৩:৪৪/ ২৬ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2zvRDW1
September 26, 2018 at 09:54PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top