ধেয়ে আসছে টাইফুন জেবি

টোকিও, ৪ সেপ্টেম্বরঃ অতি শক্তিশালী টাইফুন জেবি ধেয়ে আসছে জাপানের দিকে। তার জেরে জাপানে ভারী বৃষ্টি, বন্যা ও ধসের সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার ৬০০ উড়ান বাতিল করা হয়েছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে হাইস্পিড ট্রেন ও সাব আরবান ট্রেন। বন্ধ রাখা হয়েছে স্কুল-কলেজও। জাপানের আবহাওয়া অফিস, পূর্ব ও পশ্চিম প্রান্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।জেবিকে শক্তিশালী টাইফুনের তকমা দিয়েছে জাপানের হাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার দুপুরের দিকে এই মরশুমের ২১ তম টাইফুন আছড়ে পড়বে শিকোকু আইল্যান্ড অথবা কি পেনিনসুলাতে। প্রশাসনের তরফে সবরকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2oD7uvL

September 04, 2018 at 11:36AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top