ধর্মঘটের আগের দিনই বাড়ল জ্বালানি তেলের দাম

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বরঃ জ্বালানি তেলের লাগাতার মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে কংগ্রেস। তার আগে রবিবার ফের অনেকটা বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। এদিন রাজধানী দিল্লিতে পেট্রলের দাম বাড়ল ১২ পয়সা৷ ফলে দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম হল  ৮০.৫০ টাকা৷  দিল্লিতে ডিজেলের দাম ১০ পয়সা বৃদ্ধি হয়েছে ৭২.৬১ টাকা৷ মুম্বইতে এদিন পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে হয়েছে যথাক্রমে ৮৭.৮৯ টাকা ও ৭৭.০৯ টাকা৷ কলকাতাতে লিটার প্রতি পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ৮৩.৩৯ টাকা ও ৭৫.৪৬ টাকা৷ আরও এক মেট্রোপলিটন শহর চেন্নাইতে পেট্রোলের দাম ৮৩.৬৬ টাকা ও ডিজেল ৭৬.৭৫ টাকা। জ্বালানি তেলের দাম যে অদূর ভবিষ্যতে কমবে, এরকম আশার বাণীও শোনাতে পারছেন না অর্থনীতিবিদরা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2CBwTj8

September 09, 2018 at 10:59AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top