বেঙ্গালুরু, ২৯ সেপ্টেম্বরঃ মঙ্গলযানের অপ্রত্যাশিত দীর্ঘ জীবন ও কর্মক্ষমতা তাক লাগিয়ে দিয়েছে ভারতীয় বিজ্ঞানীদের। বছর পাঁচেক আগে একটি হলিউড ছবির চেয়ে কম খরচে মার্স অরবিটার মিশন (মম) বানিয়েছিলেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বিজ্ঞানী-প্রযুক্তিবিদরা। লালগ্রহের নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে ‘মম’ মাসছয়েক ঘুরবে এবং প্রয়োজনীয় তথ্য পাঠাবে, এমনই হিসেব ছিল গবেষকদের। ২০১৪-র ২৪ সেপ্টেম্বর মঙ্গলের সঙ্গে মমের মিলনের চার বছর বাদে আজও তা একইরকম সক্রিয রয়েছে। ইসরোর দাবি, ‘মম’-এর এহেন অবিশ্বাস্য দীর্ঘায়ু ও কর্মক্ষমতার কারণ, প্রথমত, এর স্বয়ংক্রিয় যান্ত্রিক ব্যবস্থা এবং উচ্চমানের জ্বালানির অফুরান ভাণ্ডার। এ ছাড়া, লালগ্রহ প্রদক্ষিণের দুবছর পূর্ণ করার পর মঙ্গলযানের গতিবিধি কিছুটা বদলে দিয়েছিল ইসরো। এর জন্যও কর্মজীবন দীর্ঘায়িত হয়েছে মমের।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2RaRKgz
September 29, 2018 at 08:26PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন