ঢাকা, ২৬ সেপ্টেম্বর- এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের ধকল কাটতে না কাটতেই বাংলাদেশের কিশোরীদের সামনে এবার সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের চ্যালেঞ্জ। যেটি জিততে বৃহস্পতিবার ভুটানের উদ্দেশ্যে উড়াল দেবে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। শুরুতে সাত দল নিয়ে হওয়ার কথা থাকলেও শ্রীলঙ্কা নাম প্রত্যাহার করে নেয়ায় ছয় দল নিয়েই হবে সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপ। গ্রুপ বিতে যেখানে বাংলাদেশের দুই প্রতিপক্ষ পাকিস্তান ও নেপাল। ৩০ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে লাল-সবুজ মেয়েদের চ্যালেঞ্জ। পরের ম্যাচ ২ অক্টোবর, নেপালের বিপক্ষে। সবগুলো ম্যাচই হবে থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে। এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের দল থেকে ১৩জন খেলোয়াড়সহ মোট ২৩ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। মিডফিল্ডার মিশরাত জাহান মৌসুমির নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে ভুটানের উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ দল। বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী দল মাহমুদা আক্তার, রুপনা চাকমা, রুকসানা বেগম, মাশুরা পারভিন, শিউলি আজিম, আঁখি খাতুন, শামসুন্নাহার, আনাই মগিনি, নাজমা, ঋতুপর্ণা চাকমা, নিলুফা ইয়াসমিন নীলা, মারিয়া মান্ডা, মিশরাত জাহান মৌসুমি (অধিনায়ক), মনিকা চাকমা, মারিজিয়া, সানজিদা আক্তার, তহুরা খাতুন, সিরাত জাহান স্বপ্না, কৃষ্ণা খাতুন, রাজিয়া খাতুন, আনুচিং মগিনি, সাজেদা খাতুন। এমএ/ ০৮:৪৪/ ২৬ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Q82j2r
September 26, 2018 at 02:53PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top