গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বরঃ গাড়ি চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটল মণিপুরের ইম্ফলে পশ্চিম জেলায়। এই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। যুবককে পিটিয়ে হত্যার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় গোষ্ঠী সংঘর্ষ শুরু হয়ে যায়।
পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম ফারুক খান (২৬)। বাড়ি থুবাল জেলার লিলংয়ে। সে এমবিএ-র ছাত্র ছিল। শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ ফারুক ও তার দুই সঙ্গী থারোইজাম গ্রামের উপর দিয়ে যাচ্ছিল। সেই সময় বাইক চোর সন্দেহে তাদের পথ আটকায় গ্রামবাসীরা। এরপর তাদের গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করে। যদিও ফারুকের দুই সঙ্গী কোনক্রমে সেখান থেকে পালিয়ে যায়।
এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মুক্তির দাবিতে পতসোই থানায় হামলা চালায় গ্রামবাসীরা। ঘটনায় আহত হন থানার স্টেশন ইনচার্জ।
মণিপুরের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি ডিজিপিকে ২২ সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2OjZz1s
September 15, 2018 at 03:06PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন