বিশ্বনাথে বৃটিশ চান্দশীর কাপন ট্রাস্ট সম্পাদকের সঙ্গে মোহামেডান স্প্রোটিং ক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সভা

IMG_20180914_203248বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে বৃটিশ চান্দশীর কাপন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী আব্দুল মুকিত বাদলের সঙ্গে মোহামেডান স্প্রোটিং ক্লাব নেতৃবৃন্দ আজ শুক্রবার (১৪ সেপ্টেম্বর) উপজেলা শহরের আল-আকসা মার্কেটের ৩য় তলায় নেপচুন এন্টার প্রাইজ কার্যালয়ে মতবিনিময় সভা করেছেন।

সমাজসেবক আশিক মিয়া’র সভাপতিত্বে ও দৈনিক সবুজ সিলেট পাঠক ফোরাম বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি শামছুল ইসলাম মোমিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মর্নিস্টার একাডেমির অধ্যক্ষ সায়েক আহমদ সায়েক, সমাজসেবক ও ক্রীড়ানুরাগী তোফায়েল মিয়া, সাদেক মিয়া, নূনু মিয়া।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চান্দশীর কাপন গ্রামের বিশিষ্ট মুরব্বী নিজামউদ্দিন জিলা মিয়া, জফুর আলী, সংগঠক জুয়েল আহমদ, হুমায়ুন, লোকমান আহমদ প্রমুখ।

সভা শেষে বৃটিশ চান্দশীর কাপন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী আব্দুল মুকিত বাদলকে মোহামেডান স্প্রোটিং ক্লাবের পক্ষ থেকে ক্রেষ্ট উপহার দেন অতিথিবৃন্দ।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2NcTvLz

September 14, 2018 at 08:57PM
14 Sep 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top