উদ্বোধন হল রাজ্যে প্রথম শিশুবান্ধব আদালত

কলকাতা, ১৫ সেপ্টেম্বরঃ রাজ্যে প্রথম শিশুবান্ধব আদালতের উদ্বোধন হল। এদিন বিচারভবনে সর্বোচ্চ আদালতের বিচারপতি মদন বি লোতুর এর উদ্বোধন করেন। একই সঙ্গে ভিডিয়ো বৈঠকের মাধ্যমে পূর্ব বর্ধমান সদর, বাঁকুড়া সদর ও খাতড়া মহকুমায় তিনটি শিশুবান্ধব আদালতের উদ্বোধন হয়। অনুষ্ঠানে আইনমন্ত্রী মলয় ঘটক, উচ্চ আদালতের প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য, বিচারপতি নাদিরা পাথেরিয়া, হরিশ ট্যান্ডন ও সঞ্জীব বন্দ্যোপাধ্যায় , শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা প্রমুখ উপস্থিত ছিলেন। সর্বোচ্চ আদালত সব রাজ্যের উচ্চ আদালতের প্রধান বিচারপতিকে শিশুবান্ধব আদালত তৈরির আর্জি জানিয়েছে। শিশুদের উপর ক্রমবর্ধমান অপরাধ, তার সাক্ষ্য, বিচার ইত্যাদির জন্য এই বিশেষ ধরনের আদালত তৈরি হয়েছে। শিশুমনে আদালত নিয়ে যাতে কোনো ভীতির সৃষ্টি না হয়, সেদিকে লক্ষ্য রেখে এর কাজ হবে। সর্বোচ্চ আদালতের বিচারপতি এমবি লোকুর এই বিষয়ে রাজ্য সরকারের উদ্যোগের প্রশংসা করেন। উচ্চ আদালতের অধীনে জুভেনাইল জাস্টিস কমিটি এই আদালত স্থাপন করেছে। কারিগরি সহায়তা দিয়েছে রাষ্ট্রসংঘ। রাজ্য সরকারের আইন ও শিশুকল্যাণ বিভাগ এর স্থাপনে সক্রিয় উদ্যোগ নেয় বলে সরকারি সূত্রে জানা যায়।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2xbUWAe

September 15, 2018 at 09:29PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top