নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বরঃ নীরব মোদির পর এবার তাঁর বোন পূরবী মোদির বিরুদ্ধেও রেড কর্নার নোটিশ (আরসিএন) জারি করল ইনটারপোল। সোমবার ইনটারপোলের এক মুখপাত্র জানিয়েছেন, ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) অনুরোধে পূরবীর বিরুদ্ধে আরসিএন জারি করা হয়েছে। ইনটারপোলের ১৯২টি সদস্য দেশে এটি গ্রেফতারি পরওয়ানা হিসেবে কার্যকর হবে।
বেলজিয়ামের নাগরিক পূরবীর বিরুদ্ধে পিএনবি কাণ্ডে যুক্ত থাকার অভিযোগ এনেছে ইডি। গত মার্চ মাসে তদন্তকারী সংস্থাটির দাখিল করা চার্জশিটে মুম্বইয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ব্র্যাডি হাউস শাখার মাধ্যমে টাকা জালিয়াতিতে পূরবীর জড়িত থাকার কথা বলা হয়েছিল।
এর আগে নীরব মোদির সংস্থার মার্কিন শাখার শীর্ষ আধিকারিক মিহির আর বনশালীর বিরুদ্ধেও রেড কর্নার নোটিশ জারি করেছে ইনটারপোল।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2O0DnZX
September 10, 2018 at 07:32PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন