বন্‌঩ধের দিন গরহাজির, সরকারি কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ত্রিপুরা সরকার

আগরতলা, ১৬ সেপ্টেম্বরঃ ভারত বন্‌঩ধে গরহাজির সরকারি কর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিল ত্রিপুরা সরকার। প্রসঙ্গত, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চলতি মাসের ১০ তারিখ বন্‌঩ধের ডাক দিয়েছিল কংগ্রেস। সরকারের তরফে জানানো হয়েছে, দেশের কোনও রাজ্য সরকারই কর্মনাশা বন্‌঩ধের সমর্থন করেন না। ত্রিপুরা সরকারও সেই মত পোষণ করে। তাই বন্‌঩ধের দিন যাঁরা দপ্তরে অনুপস্থিত ছিলেন তাঁদের সকলের কাছে জবাব দিহি তলব করা হবে। উত্তর সন্তোষজনক মনে হলে তবে ছুটি মঞ্জুর হবে নতুবা কড়া শাস্তির মুখে পড়তে হবে। রাজ্য সরকারের এই নির্দেশিকার পরই অনেক কর্মীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NMfwAl

September 16, 2018 at 06:48PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top