বিষমদ কাণ্ডে দোষী সাব্যস্ত ৪, সাজা ঘোষণা আগামীকাল

কলকাতা, ২৭ সেপ্টেম্বরঃ বিষমদকাণ্ডে দোষী সাব্যস্ত খোঁড়া বাদশা-সহ চার অভিযুক্ত। শাকিলা বিবি-সহ ৬ জনকে বেকসুর খালাস করা হয়েছে। বৃহস্পতিবার এই রায় দিলেন আলিপুর আদালতের অতিরিক্ত জেলা বিচারক পার্থসারথি চক্রবর্তী। শুক্রবার হবে সাজা ঘোষণা।

২০১১ সালে উস্তি, মগরাহাট-সহ ডায়মন্ডহারবারের বিস্তীর্ণ এলাকায় বিষমদ খেয়ে মৃত্যু হয়েছিল ১৭৩ জনের। রাজ্য সরকার এর তদন্ত ভার দেয় সিআইডি-কে।
তদন্তে উঠে আসে কুখ্যাত চোলাই ডন নুর ইসলাম ফকির ওরফে খোঁড়া বাদশার নাম। সে ছাড়াও তার স্ত্রী শাকিলা বিবি ও আরও ২১ জনকে দুটি পৃথক মামলায় গ্রেফতার করে পুলিশ। ২ মাসের মধ্যে চার্জশিট দাখিল করে সিআইডি।
সরকারি আইনজীবীরা জানিয়েছেন, এই মামলায় সর্বোচ্চ যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2R33p0L

September 27, 2018 at 06:16PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top