কলকাতা, ৫ সেপ্টেম্বরঃ রেলের পক্ষ থেকে মাঝেরহাট ব্রিজ দুর্ঘটনার তদন্তভার দেওয়া হল ‘রাইটস’-কে। রাজ্যের তরফে এই দুর্ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে সিআইডির উপর। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টা নাগাদ ভেঙে পড়ে মাঝেরহাট ব্রিজের একাংশ। দুর্ঘটনাস্থলে আটকে পড়েন বহু মানুষ, গাড়ি ও বাইক। এখনও পর্যন্ত দুর্ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে এবং জখম হয়েছেন অন্তত ৩০ জন। আহতদের হাসপাতালে ভরতি করা হয়েছে। মঙ্গলবার বিকেলে এই দুর্ঘটনার পরই রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী বলেন, এই ব্রিজের রক্ষণাবেক্ষণে আরও যত্নবান হওয়া উচিত ছিল। এরপরই রেলের তরফে দুর্ঘটনার তদন্তভার দেওয়া হয় ‘রাইটস’ এর হাতে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Q7hh9A
September 05, 2018 at 03:14PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন