আবু ধাবি, ২১ সেপ্টেম্বর- এশিয়া কাপের শুরুটা দুর্দান্তই ছিল বাংলাদেশের। রোমাঞ্চকর ম্যাচে শক্তিশালী শ্রীলঙ্কাকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল তারা। কিন্তু গ্রুপপর্বের শেষ ম্যাচটিতে আফগানিস্তানের কাছে বিধ্বস্ত হয়েছে টাইগাররা। যদিও ম্যাচটি ছিল নিছক আনুষ্ঠানিকতার। তবু সুপার ফোরের আগে আফগানদের কাছে এমন হারে বড় ধাক্কাই খেয়েছে বাংলাদেশ। তবে আফগান হতাশা নিয়ে বসে থাকার সময় নেই মাশরাফী বিন মোর্ত্তজাদের। আজ দুবাইয়ে সুপার ফোরের প্রথম খেলায় শক্তিশালী ভারতের মুখোমুখি হতে হবে তাদের। হংকংকে হারানোর পর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে সুপার ফোরে উঠেছে রোহিত শর্মার ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি। শক্তি ও সামর্থ্যের বিচারে বাংলাদেশের চেয়ে ভারত এগিয়ে অনেক দূর। এছাড়া বৃহস্পতিবার আবু ধাবিতে খেলে ২৪ ঘণ্টারও কম সময়ে ভিন্ন শহর দুবাইতে ভারতের মুখোমুখি হতে হবে টাইগারদের। ফলে ভ্রমণ-ক্লান্তিও বড় একটা চ্যালেঞ্জ হবে মাশরাফীদের জন্য। অন্যদিকে ভারত প্রথম থেকেই খুঁটি গেড়েছে দুবাইতে। তাদের সবগুলো ম্যাচই এই শহরে। ফলে বেশ আয়েশেই আছে রোহিত শর্মারা। বাংলাদেশের মতো পাকিস্তান ও আফগানিস্তানকেও দুবাই গিয়ে খেলতে হবে ভারতের সাথে। আর বাকি ম্যাচগুলো হবে আবু ধাবিতে। টানা ম্যাচ, তার ওপর পরপর দুইদিন ভিন্ন ভিন্ন শহরে খেলা। পরিস্থিতি বেশ কঠিনই। তবে ইতিবাচক মানসিকতা নিয়েই ভারতের বিপক্ষে নামার আশ্বাস দিলেন টাইগার অধিনায়ক, আগামীকাল আমাদের বড় ম্যাচ। আমাদের এখন তাজা হতে হবে। এখানকার গরমে পর পর দিন ম্যাচ খেললে রিকভারি করা কঠিন। আশাকরি আমরা আগামীকাল ভালো কিছু উপহার দেব এবং ভালো ক্রিকেট খেলবো। তথ্যসূত্র: পরিবর্তন এইচ/১১:২৫/২১ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2xqkSYQ
September 21, 2018 at 05:31PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top