ঢাকা, ০৭ সেপ্টেম্বর- পাঠকরা একবার চিন্তা করুন তো এশিয়া কাপে ওপেনিংয়ে তামিমকে ব্যাট হাতে যদি দেখা না যায় তাহলে ম্যাচটি কেমন হবে। ম্যাচের পরিসংখ্যান বলছে বাংলাদেশের বেশিরভাগ জয়ী ম্যাচে তামিমের ব্যাটে ছিল রানের ফোয়ারা। তাই তাকে ছাড়া চিন্তা করা দুষ্কর। কিন্তু এমন কিছুই হয়তো ঘটতে যাচ্ছে এশিয়া কাপে। তবে শুধু শ্রীলংকার বিপক্ষে ম্যাচে। আঙুলের ইনজুরিতে পড়েছেন দেশ সেরা ওপেনার। তাই এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচে তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। গত ২৯ তারিখ ফিল্ডিং অনুশীলন করার সময় ডান হাতের অনামিকায় চোট পান তিনি। এর আগে সুস্থ না হলে প্রথম ম্যাচ মিস করতে পারেন তিনি। কারণ এশিয়া কাপের বাকি রয়েছে আরও এক সপ্তাহ। তার ব্যাপারে মিনহাজুল আবেদিন নান্নু বলেন, তামিমের হাতে একটু চোট রয়েছে প্রথম ম্যাচের আগেই তা সেরে যেতে পারে আবার নাও পারে। তবে এখনো কিছু চূড়ান্ত নয়। এদিকে আগেই থেকেই ইনজুরিতে রয়েছেন টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। তামিম ও সাকিব ছাড়াও ইনজুরিতে পড়েছেন পেসার নাজমুল হোসেন শান্ত। চোট সমস্যাজনিত কারণে বৃহস্পতিবার বিসিবি বাংলাদেশ স্কোয়াডে ১৬তম সদস্য হিসেবে মুমিনুল হককে অন্তর্ভুক্ত করে। এমএ/ ০২:৪৪/ ০৭ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2NVNxv6
September 07, 2018 at 08:50PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top