স্ত্রীকে ৭০ হাজার টাকা খোরপোশ দেবেন মেয়রঃ আলিপুর আদালত

কলকাতা, ১১ সেপ্টেম্বরঃ কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যাকে স্ত্রীকে খোরপোশ দেওয়ার নির্দেশ দিল আলিপুর আদালত। রত্না চট্টোপাধ্যায়কে মাসে ৭০ হাজার টাকা ও তাঁর মেয়েকে প্রতিপালনের জন্য ৪০ হাজার টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ শোভন চট্টোপাধ্যায় মোট ১ লক্ষ ১০ হাজার টাকা দেবেন তাঁর পরিবারকে।

মঙ্গলবার আলিপুর আদালতের সেকেন্ড মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের ঘরে মামলার শুনানি চলে। আদালত জানায়, শোভনবাবু রত্নাদেবীকে এককালীন ৭০ হাজার টাকা দেবেন। আর এই টাকা আগামী তিন মাসের মধ্যেই হস্তান্তর করতে হবে।

আলিপুর আদালতে দুটি বিবাহ-বিচ্ছেদ মামলা চলছে শোভন-রত্নার। প্রথমে বিবাহ বিচ্ছেদের মামলা করেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। পরে খোরপোশের দাবিতে মামলা করেন রত্না চট্টোপাধ্যায়। দুটি মামলারই ধীরগতিতে শুনানি চলছিল। পরে হাইকোর্টে রত্না চট্টোপাধ্যায় আবেদন করেন যাতে দ্রুত খোরপোশের মামলার নিষ্পত্তি করা হয়।

হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য নির্দেশ দেন দুমাসের মধ্যে ওই খোরপোশের মামলার নিষ্পত্তি করতে হবে। সেই নির্দেশ মেনে আলিপুর আদালত আজ মামলার নিষ্পত্তি করে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2x3GokZ

September 11, 2018 at 09:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top