রাজগঞ্জ, ২৮ সেপ্টেম্বরঃ কালো ভালুকের পিত্ত সহ ভুটানের দুই নাগরিককে গ্রেফতার করল বন বিভাগের স্পেশাল টাস্কফোর্স। শুক্রবার ভোরে ভুটান সীমান্তের জয়গাঁ থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে প্রায় ৩০০ গ্রাম কালো ভলুকের পিত্ত উদ্ধার হয়েছে। এদিন ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হবে।
বনদপ্তর সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে এদিন জয়গাঁর মঙ্গলবাড়ি বাজার এলাকায় অভিযান চালান বনকর্মীরা। সেখানে কালো ভালুকের পিত্ত সহ দুজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম টি টি নামগেইল ও লোলো। টি টি নামগেইলের বাড়ি ভুটানের মঙ্গর জেলায়। লোলো ভুটানের চুখা জেলার বাসিন্দা। পাচারকারীদের দলে শিশু সহ এক মহিলাও ছিল। কিন্তু সে পালিয়ে যায়।
ভুটানে মূলত এই কালো ভালুক পাওয়া যায়। কালো ভালুকের পিত্ত ওষুধ তৈরিতে কাজে লাগে। রেঞ্জার সঞ্জয় দত্ত জানান, উদ্ধার হওয়া কালো ভালুকের পিত্তের আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা। ধৃতদের জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ওই পিত্ত থাইল্যান্ডে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
সংবাদদাতাঃ রণজিৎ বিশ্বাস
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2xUMUeA
September 28, 2018 at 12:46PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন