‘দলিত’ নয়, ব্যবহার হোক ‘সিডিউডল্ড কাস্ট’

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বরঃ ‘‌দলিত’‌ শব্দ ব্যবহার নিয়ে টেলিভিশন চ্যানেলগুলিকে সতর্ক করল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। নির্দেশিকা জারি করে বলা হয়েছে ‘‌দলিত’‌ এর পরিবর্তে লিখতে হবে ‘‌তপশিলি জাতি’‌।

বম্বে হাইকোর্টের আবেদন মেনেই এই নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক।
গত জুনে বম্বে হাইকোর্ট কেন্দ্রকে অনুরোধ করেছিল, দলিত শব্দের পরিবর্তে তপশিলি জাতি ব্যবহার করা হোক। জানানো হয়েছে, সেই আবেদনের প্রেক্ষিতেই এই নির্দেশিকা। দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল গুলিতে নির্দেশিকা পাঠানো হয়েছে। সেই সঙ্গে সংবাদ পত্র এবং পত্রিকাগুলিকে এই নির্দেশিকা মেনে চলতে হবে বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। নির্দেশিকায় জানানো হয়েছে, সংবিধানের ৩৪১ নম্বর ধারা অনুযায়ী দলিতরা তপশিলি জাতির অন্তর্ভুক্ত। সেই শংসাপত্রই তাঁদের দেওয়া হয়। তাই দলিতের পরিবর্তে ইংরেজিতে ‘সিডিউল্ড কাস্ট’ শব্দটি লিখতে হবে। অন্যান্য ভাষাতে সেটা যথাযথ অনুবাদ করতে হবে।
এই নিয়ম না মানা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হবে কিনা তা স্পষ্ট করে কিছু লেখা হয়নি নির্দেশিকায়। প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ায় এই নির্দেশিকা পাঠিয়ে অবিলম্বে সেটি কার্যকর করার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। ‌

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2MIL8Y6

September 04, 2018 at 05:53PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top