ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বরঃ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফ্লোরেন্স। ঘণ্টায় প্রায় ১৩০ মাইল বেগে মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে এই ঝড়। যে কারণে এটিকে ‘অত্যন্ত ভয়ংকর’ ক্যাটাগরি-৪ মাত্রার ঘূর্ণিঝড়ের তকমা দেওয়া হয়েছে। আগামিদিনে ফ্লোরেন্স আরও শক্তি বাড়াবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
আগামী বৃহস্পতিবার সকালে বা শুক্রবার এটি পূর্ব উপকূলে আছড়ে পড়বে বলে মনে করা হচ্ছে। তবে বুধবার সন্ধ্যার পর থেকেই প্রবল প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে। প্রশাসনের তরফে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভার্জিনিয়া, সাউথ ক্যারোলিনা এবং নর্থ ক্যারোলিনার উপকূল এলাকা থেকে ১০ লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আসন্ন বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কায় সোমবার মার্কিন রাজধানী ওয়াশিংটন ডিসি-তে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ভার্জিনিয়া, উত্তর এবং দক্ষিণ ক্যারোলিনায় সমস্ত রকমের সহায়তার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2N7mvVi
September 12, 2018 at 01:17PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন