বিশ্বনাথে দূর্গা পূজা উদযাপনের লক্ষে পুলিশ প্রশাসনের মতবিনিময়

88888বিশ্বনাথ প্রতিনিধি :: আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হতে হচ্ছে দেশব্যাপী সনাতন র্ধমাবলম্বীদরে র্ধমীয় প্রধান উৎসব র্দুগাপূজা। সফলভাবে পূজা উদযাপনরে লক্ষ্যে পুলিশ প্রশাসনরে পক্ষ থেকে ব্যাপক র্কমসূচি গ্রহন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর উপজলোর ২৪টি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ প্রশাসনের মতবনিমিয় সভা থানা কম্পাউন্ডে অনুষ্ঠিত হয়।

বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ শামসুদ্দোহা পিপিএম’র সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) দুলাল আকন্দ, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য নিশি কান্ত পাল, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সহ সভাপতি রুপক কুমার দে, সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য, উপজেলা পূজা উপযাপন পরিষদের সভাপতি অজিত কুমার পাল, সাধারণ সম্পাদক জয়ন্ত আচার্য্য।

সভাপতির বক্তব্যে ওসি বলেন, এরই মধ্যে পুলিশ প্রশাসনরে পক্ষ থেকে কঠোর নিরাপত্তার পাশাপাশি পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে। পুলিশ প্রশাসন, জনপ্রতিধি, সাংবাদকি ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সকলের সহযোগিতায় সুন্দর ও সুষ্ঠুভাবে শারদীয় র্দুগাপূজা উদযাপন করা হবে।

এসময় বিশ্বনাথ থানার এসআই মিজানুর রহমান, বিশ্বনাথ অনলাইন প্রেসক্লাবের আহবায়ক মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য নূর উদ্দিন, উপজেলা পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক ডাক্তার বিভাংশু গুণ বিভুসহ উপজেলার ৮টি ইউনিয়নের পূজা উদযাপন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2xD4Yuc

September 27, 2018 at 02:08PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top