উত্তরপ্রদেশে অজানা জ্বরে মৃত ৭৯

লখনউ, ২০ সেপ্টেম্বরঃ উত্তরপ্রদেশে ‘অজানা জ্বর’-এর আতঙ্ক। এই জ্বরে আক্রান্ত হয়ে ইতিমধ্যেই ৭৯ জনের মৃত্যু হয়েছে। এইবিষয়ে বুধবার সরকারি রিপোর্ট পেশ হয়েছে। এরসঙ্গে সারা রাজ্যে মেডিকেল টিমকেও সতর্ক করা হয়েছে। সরকারি হিসেব অনুযায়ী, বরেলিতে ২৪, বদায়ুঁতে ২৩, হরদইতে ১২, সীতাপুরে ৮, বাহরাইচে ৬, পিলিভিটে ৪ এবং শাহজাহানপুরে ২ জন মারা গিয়েছেন বলে জানা গিয়েছে। শহরাঞ্চলের পাশাপাশি গ্রামাঞ্চলেও এই রোগ সম্পর্কে মানুষকে সচেতন করা হচ্ছে। কীভাবে এই সমস্যার মোকাবিলা করা যেতে পারে তা নিয়ে স্বাস্থ্যকর্তা ও চিকিত্সকরা আলোচনায় বসেছেন। যোগী সরকার চিকিত্সকদের মোট তিনটি দল তৈরি করেছে। বিভিন্ন এলাকায় প্রয়োজনীয় ওষুধও পৌঁছে দেওয়া হচ্ছে। উত্তরপ্রদেশে বন্যা পরবর্তী পরিস্থিতিতে রোগের প্রাদুর্ভাব হতে পারে বলে মনে করেছিল সংশ্লিষ্ট মহলের একাংশ। সেকথা মাথায় রেখে প্রশাসনের তরফে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2xBBpbL

September 20, 2018 at 03:16PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top