দুবাই, ১৫ সেপ্টেম্বর- আবারও মালিঙ্গা। এবার উইকেট নিলেন মোহাম্মদ মিথুনের। তবে মুশফিকের সঙ্গে দারুন জুটি গড়ে দলকে বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে দিয়ে গেছেন। সাজঘরে ফেরার আগে মিথুন করেন ৬৮ বলে ৬৩ রান। ইনিংসের প্রথম ওভারে মালিঙ্গার বলে পরপর অাউট হয়ে ফিরে গেছেন লিটন দাস ও সাকিব। দুজনের কেউ কোনো রান যোগ করতে পারেননি। দলের স্কোর তখন মাত্র ১। সেই অবস্থা থেকে দলের হাল ধরেছিলেন মিথুন। তামিমের সঙ্গে জুটি বাধার চেষ্টা করলেও তামিম রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে গেছেন। বদলে এলেন মুশফিক। মুশফিক ও মিথুন। দলকে নিয়ে এলেন উচ্চতায়। দুজনেই করলেন অর্ধশতক। মিথুনের পরিবর্তে ক্রিজে এলেন মোহাম্মদুল্লাহ রিয়াদ। কিন্তু ৪ বলে ১ রান করে ফিরে গেলেন তিনিও। মুশফিকের সঙ্গে যোগ দিয়েছেন মোসাদ্দেক হোসেন। শেষ খবর পাওয়া পর্যন্ত দলের সংগ্রহ ২৭ ওভারে ৪ উইকেটে ১৪০ রান। মুশফিক করেছেন ৬৮ রান। পরপর আউট লিটন ও সাকিব ব্যাট করতে নেমে লাশিথ মালিঙ্গার প্রথম বলে এক রান নিয়ে জায়গা বদল করলেন তামিম ইকবাল। কিন্তু দুর্ভাগ্য লিটন দাসের ক্ষেত্রে। ০ রানে তিনি ফিরে গেলেন। এরপর এলেন সাকিব আল হাসান। প্রথম বলেই বোল্ড হয়ে ফিরে গেলেন তিনিও। আর বাংলাদেশের অগণিত দর্শক হতাশার চাদরে নিজেদের মুড়ে নিলো। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলঙ্কা। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। শুরুতেই বিপর্যয়। মালিঙ্গার প্রথম ওভারের শেষ দুই বলে লিটন দাস ও সাকিব্ আল হাসান ০ রানে ফিরে গেছেন। অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিতে গিয়ে বিপদে পড়েন লিটন। প্রথম স্লিপে ক্যাচ দিয়ে শূন্য রানেই ফেরেন এই ওপেনার। সাকিব কিছু বুঝে ওঠার আগেই দেখেন লাসিথ মালিঙ্গার বলে বোল্ট। মাত্র ১ রানে ২ উইকেট হারিয়ে একঘরে হয়ে পড়েছে বাংলাদেশ দল। তথ্যসূত্র: প্রতিদিনের সংবাদ এইচ/১৯:৪৮/১৫ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2OmR1XC
September 16, 2018 at 01:50AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top