ইসলামপুরে মৃত্যু আরও এক ছাত্রের

ইসলামপুর, ২১ সেপ্টেম্বরঃ গতকালের পর আবারও আজ মৃত্যু হল এক ছাত্রের। ইসলামপুরের দাঁড়িভিট হাইস্কুলে ছাত্র আন্দোলনের জের। মৃত ছাত্রের নাম তাপস বর্মন। ইসলামপুর কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ছিল। শুক্রবার ভোর ৪টে নাগাদ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয় তার। গতকাল গুলিবিদ্ধ অবস্থায় তাপস বর্মনকে ইসলামপুর হাসপাতালে ভরতি করা হয়েছিল।

উল্লেখ্য, বৃহস্পতিবার ইসলামপুর ব্লকের দাড়িভিট উচ্চ বিদ্যালয়ে উর্দু ও সংস্কৃত ভাষায় নবনিযুক্ত শিক্ষকদের কাজে যোগ দিতে বাধা দেয় স্কুলের ছাত্রছাত্রীরা। বিক্ষোভ দেখানোর পাশাপাশি দীর্ঘক্ষণ ওই এলাকায় পথ অবরোধ করে রাখে পড়ুয়ারা। ইসলামপুর থানার পুলিশ অবরোধ তুলতে গেলে তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গতকালই ইসলামপুর আইটিআই কলেজের এক ছাত্রের মৃত্যু হয়েছিল। অভিযোগ উঠেছিল পুলিশের গুলিতে তার মৃত্যু হয়েছে। সেই ঘটনার প্রতিবাদে জেলাজুড়ে আজ বারো ঘণ্টা উত্তর দিনাজপুর জেলা বন্‌ধের ডাক দিয়েছিল বিজেপি।

বন্‌ধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে ইসলামপুর ও রায়গঞ্জে। ইসলামপুরে বাস ভাঙচুর চালানো হয়। রায়গঞ্জ থানার রূপাহার এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে একটি এনবিএসটিসির বাসে অবাধে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। অভিযোগের তির বিজেপি কর্মী-সমর্থকদের দিকেই। পুলিশের সঙ্গেও ধ্বস্তাধ্বস্তিও হয় বন্‌ধ সমর্থনকারীদের। বেশ কয়েকজন বনধ সমর্থনকারীদের আটক করেছে পুলিশ। জানা গিয়েছে, আজ বিজেপির বন্‌ধ কর্মসূচির পর আগামীকাল বন্‌ধে নামছে বামেরাও। আগামীকাল রাজ্যজুড়ে বন্‌ধের ডাক দিয়েছে ৫টি বামপন্থী সংগঠন।

অন্যদিনের তুলনায় আজ বেসরকারি বাস রাস্তায় কম। কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরজুড়ে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2PV5evj

September 21, 2018 at 02:19PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top