চটহাটে ভেঙে পড়ল সেতু

চটহাট, ৭ সেপ্টেম্বরঃ ফের সেতু বিপর্যয়। শুক্রবার শিলিগুড়ির ফাঁসিদেওয়া ব্লকের অন্তর্গত চটহাট গ্রাম পঞ্চায়েতের মানগছ গ্রামের পিছলা নদীর ওপর অবস্থিত সেতুটি শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ আচমকাই দু টুকরো হয়ে ভেঙে পড়ে। স্থানীয়রা জানিয়েছেন, একটি ইটবোঝাই ট্রাক সেতুটির ওপর দিয়ে যাওয়ার পর সেটি ভেঙে পড়ে। ঘটনার জেরে  মালবাহী গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। তবে গাড়ির চালকের খুব বেশি চোট লাগেনি। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। হতাহতের কোনো খবর নেই। ট্রাকটিকে উদ্ধার করার চেষ্টা চলছে। ঘটনাস্থলে পৌঁছান প্রশাসনের আধিকারিকেরা, পর্যটনমন্ত্রী গৌতম দেব, স্থানীয় বিডিও সহ অন্যান্য আধিকারিকেরা। আনা হচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীদের। ঘটনার তদন্ত করছে জেলা প্রশাসন।

জানা গিয়েছে, ২০০২ সালে পিছলা নদীর ওপর প্রায় ৭০ মিটার লম্বা সেতুটি তৈরি করা হয়েছিল। ফাঁসিদেওয়া থেকে চটহাট যাওয়ার জন্য রাজ্য সড়কের ওপর এই সেতু ছিল যোগাযোগের একমাত্র মাধ্যম। এটি ভেঙে পড়ার ফলে প্রায় এক কিলোমিটার ঘুরপথে চলাচল করতে হবে স্থানীয়দের। স্থানীয়দের অভিযোগ, ঠিকভাবে রক্ষণাবেক্ষণ হত না সেতুটি। এর ফলেই ভেঙে পড়েছে সেতুটি।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2oNpR0U

September 07, 2018 at 11:37AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top