নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বরঃ গোটা পৃথিবীতে দ্বিতীয় সবচেয়ে দামী মেট্রো হল দিল্লি মেট্রো। এই তালিকার শীর্ষে রয়েছে ভিয়েতনামের রাজধানী হানোইত। সম্প্রতি এই তথ্য উঠে এসেছে সেন্টার ফর সাযেন্স অ্যান্ড এনভায়রনমেন্ট-এর একটি সমীক্ষাতে।
সিএসই-র রিপোর্টে বলা হয়েছে যে একজন যাত্রী গড়ে তার মাসিক আয়ের ১৪% মেট্রো ভাড়ায় খরচ করে। রিপোর্টের দাবি, গত বছর ভাড়া বৃদ্ধির পর রাজধানীর মেট্রো রেলের ভাড়া সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে পৌঁছে গিয়েছে। একবারের সফরে আধ মার্কন ডলারের সামান্য কম ভাড়া দিতে হয় দিল্লি মেট্রোতে।
সমাক্ষায় প্রকাশ, ভাড়া বৃদ্ধির পর দিল্লি মেট্রো প্রায় ২.৫ লক্ষ যাত্রী হারিয়েছে। দু-বছর আগে প্রতিদিন ৩৯.২.৫ লক্ষ যাত্রী যাতায়াত করত। ভাড়া বাড়ানোর পর সংখ্যাটা কমে দাঁড়িয়েছে ২.৭ লক্ষে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2wMjTSn
September 05, 2018 at 02:08PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন