ব্রিটিশ স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ ইসরো-র

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বরঃ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেশ সেন্টার থেকে দুটি আর্থ অবজারবেশন স্যাটেলাইটের সফল উত্‍ক্ষেপণ করল ইসরো। জানা গিয়েছে, রবিবার রাত ১০টা ৮ মিনিটে নোভা এসএআর এবং এস 1-4 স্যাটেলাইট দুটির উত্‍ক্ষেপণ করা হয়। এটি ইসরো-র বাণিজ্যিক উৎক্ষেপণ। এর ফলে দেশে প্রায় ২০০ কোটি টাকা আসবে বলে জানা গিয়েছে। দু’টি উপগ্রহের মোট ওজন ৮৮৯ কিলোগ্রাম।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2OuMbrv

September 17, 2018 at 12:49PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top