বিজেপির মিছিলে উলটো জাতীয় পতাকা, দায়ের হল এফআইআর

শ্রীনগর, ২৯ সেপ্টেম্বরঃ উলটো ভাবে উড়ছে ভারতীয় তিরঙ্গা। বিজেপির মিছিলে দেখা গিয়েছে এমন দৃশ্য। মিছিলটির পরিচালনায় ছিলেন প্রবীণ বিজেপি নেতৃত্ব। ঘটনাটি জম্মু-কাশ্মীরের কাঠুয়ার। যার জেরে অভিযোগ দায়ের হয়েছে পুলিশে।

গত বৃহস্পতিবার পুরসভা নির্বাচনের জন্য ১৯ নম্বর ওয়ার্ডের দলীয় প্রার্থী রাহুল দেব শর্মার সঙ্গে মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিলেন স্থানীয় বিজেপি নেতা রাজীব জাসরোটিয়া। স্থানীয় বাসিন্দা বিনোদ নিঝাওয়ান ‘মারাত্মক জঘন্য’ এবং ‘জাতীয়তাবাদী ভারতীয়দের ভাবাবেগে আঘাত’ দেওয়ার অভিযোগ তুলে কাঠুয়া থানায় শনিবার এফআইআর দায়ের করেন। তার অভিযোগ, কাঠুয়ার শিবনগরে রাহুলের বাড়ি থেকে জেলাশাসকের দপ্তর পর্যন্ত মিছিল করেছিল বিজেপি। প্রায় দু’‌কিলোমিটার পর্যন্ত ওই মিছিলে জাতীয় পতাকা উলটো করে নিয়ে গিয়েছিল বিজেপি কর্মী-সমর্থকরা। মিছিলের ভিডিও ফুটেজও থানায় জমা দিয়েছেন অভিযোগকারী বিনোদ নিঝাওয়ান। কাঠুয়া থানার তদন্তকারী অফিসার বলেছেন, পুরো ঘটনার তদন্ত হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে ভিডিও ফুটেজ।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Na3D2U

September 29, 2018 at 07:18PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top