ঢাকা, ২৪ সেপ্টেম্বর- আজ টিম টাইগারের অন্যতম সেরা খেলোয়াড় মুশফিকুর রহিমের চতুর্থ বিবাহবার্ষিকী। ২০১৪ সালের ২৪ সেপ্টেম্বর তারিখে সতীর্থ মাহমুদউল্লাহ রিয়াদের শ্যালিকা জান্নাতুল কিফায়াত মন্ডির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। চলতি বছরের ৫ ফেব্রুয়ারি এ দম্পতির কোলজুড়ে পৃথিবীতে এসেছে তাদের প্রথম সন্তান শাহরুজ রহিম মায়ান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের বিবাহবার্ষিকী উপলক্ষে স্ত্রীর উদ্দেশ্যে বিশদ এক স্ট্যাটাস দিয়েছেন মুশফিকুর রহিম।পাঠকদের জন্য তা তুলে ধরা হলো - মুশফিক লিখেছে- সত্যিকার অর্থে আমি অনেক বেশি ভাগ্যবান, এই জন্য যে তোমাকে আমার অর্ধাঙ্গিনী হিসেবে পেয়েছি। তবে আমি তোমার জন্যে যথেষ্ট করতে পারিনি। তবে সর্বশক্তিমানের প্রতি কৃতজ্ঞতা। সবাই হয়তো বলবে তুমি আমাকে স্বামী হিসেবে পেয়ে ধন্য হয়েছো, তবে সত্যটা পুরোপুরি উল্টো। আমি অনেক বেশি সৌভাগ্যবান যে তোমাকে আমার স্ত্রী হিসেবে পেয়েছি। তিনি আরও লিখেন- সৃষ্টিকর্তা তোমার মাধ্যমে আমাদেরকে শ্রেষ্ঠ উপহার, আমাদের সন্তান, আমাদের নয়নের মণি মায়ানকে দিয়েছেন। তুমি শুধুমাত্র একজন স্ত্রী নও, তুমি সত্যিকারের একজন চ্যাম্পিয়ন। আমি তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছি, কিভাবে কিছু গুছিয়ে নিতে হয়, ত্যাগ স্বীকার করতে হয়। গত কয়েক বছর ধরে আমার সঙ্গে থাকার জন্য ও আমাকে সহ্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি সৃষ্টিকর্তার কাছে দোয়া করি, আমরা যেন মৃত্যুর পরে জান্নাতেও একসঙ্গেই থাকতে পারি। বিবাহবার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা প্রিয়তমা। তুমি জানো আমি তোমাকে কতোটা মিস করছি। উল্লেখ্য, যে মুহুর্তে আজ মুশফিকুর রহিমের চতুর্থ বিবাহবার্ষিকী ঠিক সেই দিনে এশিয়া কাপের খেলার জন্য তিনি রয়েছেন মরুর দেশে। তবে গতকাল গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তানকে তিন রানের ব্যবধানে হারিয়েছে পুরো টিম টাইগার আনন্দে ভাসছে। জয়ের সেই আনন্দের সঙ্গে আরও যুক্ত হলো মুশফিকের আজকের দিনটি। তাই সেখানেই হয়তো সতীর্থদের শুভেচ্ছায় আরও রঙিন হয়ে উঠছেন লাজুক ছেলেটি। সূত্র: একুশে টিভি এমএ/ ০২:৩৩/ ২৪ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2O85LNd
September 24, 2018 at 08:37PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন