শ্রীরামপুর, ১৬ সেপ্টেম্বর- হাঁটুর বয়সি ছেলের সঙ্গে প্রেম। প্রেমিক সুরজিৎ আবার নিজের থেকে অন্তত ২০ বছরের বড় প্রেমিকা গৌরীকে একটি ফোনও উপহার দিয়েছিলেন। সেই ফোনেই শলা-পরামর্শ করে মাত্র সাত মিনিটের অপারেশনে অসম-প্রেমে বাধ সাধা স্বামীকে দুনিয়া থেকে সরিয়ে দিলেন স্ত্রী। নিজে দাঁড়িয়ে থেকে প্রেমিককে দিয়ে স্বামীকে খুন করালেন গৌরী। আরও এক মনুয়া-কাণ্ডের সাক্ষী রইল বাংলা। ২০ বছরের ছোট প্রেমিককে ফোন করে গৌরী বলেছিলেন- সুবোধ সব জেনে গিয়েছে। তুমি কিছু একটা কর। সেইমতো সুরজিৎ প্রেমিকাকে আশ্বাস দিয়েছিল- আজ রাতেই ব্যবস্থা করব। তুমি রেডি থেকো। সেইমতো প্রেমিকের পথ চেয়ে বসেছিলেন প্রেমিকা গৌরী। স্বামী সুবোধ তখন ঘুমের দেশে। ফ্ল্যাটের পিছনের দরজা খোলাই ছিল। তাই সটান পাঁচিল টপকে ঘরে ঢুকে আসে সুরজিৎ। তারপর সোফায় শুয়ে ঘুমিয়ে পড়া সুবোধের গলায় চালিয়ে দেয় ছুরি। কোপানো হয় মাথাতেও। মাত্র সাত মিনিট। সাত মিনিটেই সব শেষ। স্বামীকে খুনের অপারেশন নিজের দাঁড়িয়ে থেকে করালেন স্ত্রী গৌরী। একেবারে হৃদয়পুরের মনুয়ার মতো নন প্লেয়িং ক্যাপ্টেমের ভূমিকা নিয়ে প্রেমের পথে কাঁটা স্বামীকে সরিয়ে দিলেন দুনিয়া থেকে। পুলিশের তদন্তে উঠে এসেছে গায়ে কাঁটা দেওয়া সেই কাহিনি। নিজে দাঁড়িয়ে থেকে স্বামীকে খুনের তদারকি করাই নয়, খুনের পর প্রমাণ লোপাটের যাবতীয় পরিকল্পনাও গৌরীর মস্তিষ্কপ্রসূত। রেস্তোরাঁয় কাজ করত সুরজিৎ ওরফে বিজয় সিং। সেই রেস্তারাঁ থেকেই সে চপার নিয়ে ঢুকে পড়ে সুবোধের বাড়ি। তারপর সোফায় শুয়ে থাকে সুবোধের গলায় চালিয়ে দেন। মেঝেতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে সুবোধ। তাঁর আর্ত চিৎকার যাতে বাইরে যেতে না পারে, তার জন্য যাবতীয় ব্যবস্থা করে স্ত্রী গৌরী। তারপর প্রমাণ লোপাটের জন্য গৌরী সুরজিতের গিফট করা ফোনটি তাকে নিয়ে চলে যেতে বলে। কেননা ওই ফোনেই রেকর্ড ছিল যাবতীয় কথোপকোথন। সেইমতোই গৌরীর কথা শুনে রক্তমাখা জামা ও ফোন নিয়ে রেস্তোরাঁয় ফিরে আসে সুরজিৎ। তারপর স্নান করে ফ্রেশ হয়ে ঘুমিয়েও পড়ে। তবে পুলিশে তাকে গ্রেফতার করতেই জেরার মুখে বেরিয়ে আসে সব সত্য। সুরজিৎ পুলিশের কাছে সব কথা স্বীকার করে। ফাঁস হয়ে যায় গৌরীর কীর্তি। গৌরীকেও গ্রেফতার করে পুলিশ। এদিন দুজনে শ্রীরামপুর আদালতে পেশ করা হলে সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। এই ঘটনার পুনর্নির্মাণও করবে পুলিশ। তথ্যসূত্র: bengali.oneindia.com আরএস/ ১৬ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2MB0bhE
September 16, 2018 at 05:26PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন