বিমানের ককপিটে ঢুকে মোবাইল চার্জ দেওয়ার চেষ্টা, নামিয়ে দেওয়া হল যাত্রীকে

মুম্বই, ২৬ সেপ্টেম্বরঃ বিমানের ককপিটে ঢুকে নিজের ফোন চার্জ দেওয়ার চেষ্টা করায় এক ব্যক্তিকে বিমান থেকে নামিয়ে দেওয়া হল। ঘটনাটি ঘটেছে মুম্বই-কলকাতাগামী ইন্ডিগো বিমানে। ওই ব্যক্তিকে বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা মুম্বই বিমানবন্দর পুলিশের হাতে তুলে দেন বলে জানা গিয়েছে। যদিও ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে পরে ছেড়ে দেওয়া হয়। বিমানসংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ওই যাত্রী জোর করে ককপিটে ঢোকার চেষ্টা করেন। তখন বিমান চালক ৬ই-৩৯৫ মুম্বই-কলকাতাগামী বিমান ওড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন। যাত্রীর ওই কাণ্ডে তিনি মনোনিবেশ করতে পারছিলেন না। বিমানের নিয়মানুসারে ককপিটে পাইলট ছাড়া আর কারো প্রবেশের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2DwiRzE

September 26, 2018 at 02:51PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top