ঢাকা, ০১ সেপ্টেম্বর- বাংলাদেশের ক্রিকেটাররা নানা বিতর্কে জড়িয়ে পড়ছেন। তাই কড়াকড়ি আসছে তাদের উপর। ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহারে তাদের উপর আসছে নিষেধাজ্ঞা। সে কথাই স্পষ্ট জানিয়ে দিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। নাজমুল হাসান পাপন বলেন,যখন তারা ট্যুরে যায় তখন সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ বন্ধ। এটা করবো কিনা এ নিয়ে আমরা ভাবছি। এখনো সিদ্ধান্ত না নিলেও এটা নিয়ে গাইড লাইন তৈরি করছি। তারা কী করতে পারবে, কী পারবে না তালিকা তৈরি করে প্রত্যেক প্লেয়ারকে দিয়ে সই করাবো। তাহলে তাদের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেয়া সহজ হবে। সব কিছুর পরে কিন্তু ওদের নিজেদেরই ভালো হতে হবে। জোর করে কাউকে ভালো করা যায় না। ওরা নিজেরা ভালো না হলে আমাদের কিছু করার নাই, চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই হবে। সভাপতি নাজমুল হাসান বলেন, আমরা সাইকোলজিস্ট নিয়ে আসার কথা ভাবছি। প্লেয়ারদের এই ব্যাপারে একটু ট্রেনিং দেয়া যায় কিনা। আমরা তো শুধু খেলায় জেতার জন্য ট্রেনিং দেই। এখন ওই বিষয়ে কিছু করা যায় কিনা। আমি কথা বলেছি অলরেডি। সূত্র: পূর্বপশ্চিম এইচ/১০:৪২/০১ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2wvRNd2
September 01, 2018 at 04:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top