নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বরঃ সংবিধানের ৪৯৮এ ধারার আগের সিদ্ধান্তকে বাতিল করে এদিন শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, এই ধারায় অভিযুক্তরা আগাম জামিনের আবেদন করতে পারবেন। শুক্রবার সুপ্রিমকোর্ট জানিয়েছে, শ্বশুরবাড়িতে নিষ্ঠুরতার থেকে মহিলাদের সুরক্ষিত করার জন্যই ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ ধারা আনা হয়েছিল। তবে অপরপক্ষকে হেনস্থা করতে এর অপব্যবহার সামাজিক অস্থিরতার কারণ হতে পারে। তাই আগের সিদ্ধান্তকে বদলে এবং ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটি ও এনজিওগুলির ভূমিকাকে বাদ দিয়ে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, যে স্বামী ও তাঁর আত্মীয়স্বজনরা যাঁরা আদৌ গৃহবধূর উপর নিষ্ঠুরতার সঙ্গে জড়িত নয়, তাঁদের সুরক্ষার জন্য আদালত রয়েছে। সেক্ষেত্রে অভিযুক্তদের আগাম জামিন দেওয়া হবে। এতদিন পর্যন্ত এই ধারা ছিল জামিন অযোগ্য।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2xdqk0Y
September 14, 2018 at 02:44PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন