গুগলকে টেক্কা দিতে ভারতীয় সার্চ ইঞ্জিন তৈরি করতে চলেছে সংঘ পরিবার

নাগপুর, ৩০ সেপ্টেম্বরঃ  গুগলের বর্তমান কর্তা ভারতীয় হলেও সংস্থাটি আদতে মার্কিন মুলুকের। এহেন মার্কিন বহুজাতিকের সঙ্গে টক্কর নেওয়ার জন্য এবার একটি খাঁটি ভারতীয় সার্চ ইঞ্জিন তৈরি করতে চলেছে সংঘ পরিবার। ভারতীয় শিক্ষণ মণ্ডল (বিএসএম)-এর শাখা সংগঠন রিসার্চ ফর রিসার্জেন্স ফাউন্ডেশন বা আরএফআরএফ ইতিমধ্যেই ভারতীয় ভাষায় একটি ই-মেল ডোমেন তৈরি করে ফেলেছে। তারা খুব শীঘ্রই একটি ভারতীয় সার্চ ইঞ্জিন তৈরি করবে বলে জানানো হয়েছে। যার তথ্যকেন্দ্র হবে নাগপুরে। ওই সার্চ ইঞ্জিন সমস্ত ভারতীয় ভাষায় উপলব্ধ হবে। ই-মেল ডোমেনটির তথ্যকেন্দ্রও রয়েছে নাগপুরে। বিএসএমের সাংগঠনিক সম্পাদক তথা আরএফআরএফের ট্রাস্টি মুকুল কানিতকার বলেছেন, ‘আমরা সম্পূর্ণ ভারতীয় ইনটারনেটের কথা ভাবছি। শুধু-মেল আইডি নয়, সার্চ ইঞ্জিন, ভারতীয় ডোমেন নাম, ওযেসাইট, কনটেন্ট সবই ভারতীয় হবে।’ কানিতকার জানিয়েছেন, ভারতীয় ইনটারনেট তৈরির নেপথ্যে নাগরিকদের তথ্যসুরক্ষার বিষয়টিও প্রাধান্য পাচ্ছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2zGzPHA

September 30, 2018 at 09:31PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top