আজ এশিয়া কাপের সুপার ফোরে ভারত-পাক দ্বৈরথ

দুবাই, ২৩ সেপ্টেম্বরঃ গ্রুপ স্টেজে সরফরাজ আলমের পাকিস্তানকে কার্যত গুঁড়িয়ে দিয়েছিল রোহিত শর্মার ভারত। সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধেও একই ফর্ম ধরে রেখেছিলেন ভারতীয় বোলাররা। দুই ক্ষেত্রেই প্রতিপক্ষ ২০০-র গণ্ডি পেরোতে পারেনি। রবিবার সুপার ফোরে ফের একবার পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। ফর্ম বজায় রেখে সরফরাজদের হারিয়ে ফাইনালের টিকিট এদিনই পাকা করে নিতে চাইছেন রোহিত শর্মা, শিখর ধাওয়ানরা। একই লক্ষ্য সরফরাজ, শোয়েব মালিকদেরও।  সুপার ফোরের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে কার্যত হারা ম্যাচ জিতেছে পাকিস্তান। তাই এদিন কিছু করে দেখানোর জন্য মুখিয়ে রয়েছেন ফখর জামান, বাবর আজমরা। ফখরের ব্যাটে টুর্নামেন্টের শুরু থেকেই সেভাবে রান নেই। আফগানিস্তান ম্যাচে নায়ক হয়েছিলেন ভারতের জামাই শোয়েব মালিক। এদিন তাঁর দিকেও তাকিয়ে থাকবে পাকিস্তান। অন্যদিকে, সাদা বলের ক্রিকেটে ফিরে আসার পরেই ফর্মে শিখর ধাওয়ান। ফর্মে রয়েছেন রোহিত শর্মাও। হংকং ম্যাচ ছাড়া প্রতি ম্যাচেই সফল ভারতের বোলাররা। তাই ধারেভারে ভারতকেই এগিয়ে রাখতে চাইছেন বিশেষজ্ঞরা। তবে যেহেতু ভারত-পাক দ্বৈরথ,তাই আগে থেকে কোনোরকম ভবিষ্যতবাণী করতে চাইছেন না কেউই।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Q2L1E7

September 23, 2018 at 12:01PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top