ভুবি-রোহিতদের মরুঝড়ে চূর্ণ পাকিস্তান

দুবাই, ২০ সেপ্টেম্বর ঃ দুর্বল হংকংয়ের বিরুদ্ধে কষ্ট করে জিততে হয়েছিল। পাকিস্তানের বিরুদ্ধে তাই ভারতকে লড়াই করতে হবে বলে মনে করেছিলেন বিশেষজ্ঞদের। কিন্তু কার্যত হেলায় পাকিস্তানকে উড়িয়ে দিলেন রোহিত শর্মারা। একইসঙ্গে ১৫ মাস আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হারের বদলাও নিল ভারত। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাক অধিনায়ক সরফরাজ আহমেদ। কিন্তুভুবনেশ্বর কুমারের দাপটে  ৩ রানে দু উইকেট চলে যায় পাকিস্তানের। পরে বাবর আজম ও শোয়েব মালিক মিলে পাকিস্তানের ইনিংস টেনে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু দুজন আউট হয়ে যাওয়ার পরেই ফের ধস নামে পাক ব্যাটিংয়ে। ১৬২ রানে শেষ হয়ে যায় পাক ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে রোহিত শর্মা (৫২) আর শিখর ধাওয়ানের (৪৬) দৌলতে জয় নিশ্চিত করে ফেলেন। বাকি কাজ সারেন আম্বাতি রায়াডু ও দীনেশ কার্তিক।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2pnTl5L

September 20, 2018 at 12:27PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top