মালিয়ার কথা মিথ্যে, দাবি জেটলির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বরঃ দেশ ছাড়ার আগে অরুণ জেটলির সঙ্গে বিজয় মালিয়ার সাক্ষাৎ করার দাবি ঘিরে তোলপাড় গোটা দেশ। এই পরিস্থিতিতে পালটা বিবৃতি দিয়ে অর্থমন্ত্রী অরুণ জেটলি জানান, ২০১৪ সালের পরে তাঁর সঙ্গে মালিয়ার কোনও সাক্ষাৎ হয়নি।

প্রেস বিবৃতিতে জেটলি বলেন, ‘উনি(বিজয় মালিয়া) মিথ্যা বিবৃতি দিয়েছেন। তাঁর বক্তব্যে সত্য বলে কিছু নেই। ২০১৪ সালের পরে দেখা করার জন্য আমি তাঁকে কোনও সময় (অ্যাপয়েন্টমেন্ট) দিইনি। সুতরাং আমার সঙ্গে তাঁর সাক্ষাতের কোনও প্রশ্নই থাকে না।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘তবে তখন রাজ্যসভার সাংসদ হওয়ার সুবাদে তিনি (মালিয়া) একবার সুবিধার অপব্যবহার করেছিলেন। একদিন রাজ্যসভার কক্ষ থেকে যখন নিজের কক্ষে যাচ্ছিলাম উনি আমাকে পাকড়াও করেন এবং ফিসফিস করে বলেন, আমি সবকিছু মিটমাট করার প্রস্তাব রাখছি।’

জেটলি আরও বলেছেন, ‘আমি তাঁর কথায় গুরুত্ব না দিয়ে ওখানেই আলোচনা বন্ধ করে দি। তাঁকে জানাই, এ নিয়ে আমার সঙ্গে আলোচনা করার কোনও মানে হয় না। ব্যাংকারদের সঙ্গে আলোচনা করাটাই কাজের কাজ হবে।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NE3Fo7

September 12, 2018 at 11:02PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top