অবৈধভাবে ভারত যাবার সময় বিজিবি’র হাতে ৭ বাংলাদেশী আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশকালে ৭ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি। রবিবার সকালে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে আখিল মিয়ার ছেলে মো. আহাদ আলী (১৯), কায়ুম আলীর ছেলে নাহীমুল হক (১৮), কালু মিয়ার ছেলে আনারুল (১৯), সাইফুল ইসলামের ছেলে মিজান মিয়া (২০), সওকত আলীর ছেলে আছিব (১৮) আটক করা হয়। তাদের বাড়ি জেলার সদর উপজেলার আলাতুলি গ্রামে। এ ছাড়া মোনাপাড়া গ্রামের দুলাল হোসেনের ছেলে মিন্টু মিয়া (২৩) ও সুজন পাড়া গ্রামের  নরুল ইসলামের ছেলে বিশু মিয়া (২০)কেও আটক করা হয়।
চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল সাজ্জাদ সরোয়ার জানান, সকাল সাড়ে ৬টার দিকে ৫৩ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ বকচর বিওপির অধীন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সীমান্ত পিলার ৩৪/১-এস এর নিকট হতে ১শ গজ বাংলাদেশের ভেতর দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশকালে ৭ জনকে আটক করা হয়। তিনি আরো জানান, এ সময় বকচর গ্রামের এহছানের ছেলে নজরুল ইসলাম (৩০) ও  সাইফুলের ছেলে আলী মিয়া (২৫) নামে দুইজন আসামী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আটককৃতদের অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২-০৯-১৮


from Chapainawabganjnews https://ift.tt/2oxFZ6w

September 02, 2018 at 09:31PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top