বারাকপুর, ১ সেপ্টেম্বরঃ দেনা ও মানসিক অবসাদের জেরে ছেলেকে নিয়ে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী বাবা ও ছেলে। শুক্রবার রাতে সোদপুর ও আগরপাড়া স্টেশনের মাঝে ঘটনাটি ঘটেছে। মৃত ব্যক্তির নাম শ্যামল দাস ও নাবালক ছেলের নাম দীপ দাস (১১)। বাড়ি পানিহাটির গান্ধীনগরে। জন্মের পর থেকেই নার্ভের সমস্যায় ভুগছিল দীপ। সেই রোগের চিকিৎসা করাতেই নিঃস্ব হন শ্যামলবাবু। কিছুদিন ধরে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে ওষুধ কেনার টাকা পর্যন্ত ছিল না। তাই অসুস্থ ছেলেকে নিয়ে মৃত্যুর পথ বেছে নেন ওই ব্যক্তি। পুলিশ জানিয়েছে, ছেলেকে নিয়ে চলন্ত আপ ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন শ্যামলবাবু। তাঁর একটি সাইকেল সারাইয়ের দোকান রয়েছে। সেই দোকানের সামান্য আয় থেকেই চলত সংসার ও ছেলের চিকিৎসা। কিন্তু বাজারে দেনা বাড়ছিল চড়চড়িয়ে। এই ঘটনায় মানসিক অবসাদে ভুগছিলেন ওই ব্যক্তি। শেষপর্যন্ত শুক্রবার রাতে অসুস্থ ছেলেকে নিয়েই চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন ওই ব্যক্তি।
জানা গিয়েছে, ১৩ বছর আগে বিয়ে করেন শ্যামল দাস। এরপর ছেলের জন্মের পরপরই অসুস্থতা ধরা পড়ে। শ্যামলবাবুর স্ত্রী তিন বছরের মধ্যেই গায়ে আগুন ধরিয়ে আত্মঘাতী হন। ছেলেকে বড়ো করার পাশাপাশি তার চিকিৎসাও চালাচ্ছিলেন শ্যামলবাবু। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছিল দেনা। দেহ উদ্ধারের পর ময়নাতদন্তে পাঠিয়েছে রেল পুলিশ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NG5j5g
September 01, 2018 at 04:43PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন