মামাবাড়ি নিয়ে যাওয়ার নামে কিশোরীকে আটকে মুক্তিপণ দাবি

বনগাঁ, ২ সেপ্টেম্বরঃ মামাবাড়ি নিয়ে যাওয়ার নামে বাংলাদেশি কিশোরীকে আটকে রেখে মুক্তিপণ দাবি করল এক যুবক। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চোরাপথে ওই কিশোরীকে মামারবাড়ি নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশ থেকে ভারতে নিয়ে আসে অভিযুক্ত রাজু। গত বৃহস্পতিবার রাজুর সঙ্গে ভারতে ঢোকে ওই কিশোরী। মেয়েটির মামাবাড়ি নদিয়ার কৃষ্ণনগরে। অভিযোগ, রাজু ওই কিশোরীকে ভারতে আনার পর বনগাঁ এলাকায় আটকে রেখে তার মামার কাছে একলক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। এরপর মামা অর্জুন দেবনাথ কিশোরীর খোঁজে বনগাঁ গিয়ে রাজুর সঙ্গে দেখা করেন। অভিযোগ, রাজু একলক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অর্জুনবাবুকে আটকে রেখে মারধর করে। এমনকি অর্জুনবাবুর এটিএম কার্ড কেড়ে নিয়ে ৬ হাজার টাকা তুলে নেয় অভিযুক্ত। বাকি টাকা আনার নাম করে অর্জুনবাবু সেখান থেকে চলে গিয়ে বনগাঁ থানায় লিখিত অভিযোগ করেন। ঘটনাস্থলে পুলিশ গিয়ে কিশোরীকে উদ্ধার করে। ঘটনাস্থল থেকে রাজু পালিয়ে গেলেও তার মা ও দুই দিদিকে গ্রেফতার করা হয়। রবিবার ধৃতদের বনগাঁ আদালতে তোলা হয়। অভিযুক্ত রাজুর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2oyzBME

September 02, 2018 at 07:04PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top