নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বরঃ হরিয়ানায় সিবিএসই টপারকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার হল আরও দুই অভিযুক্ত। তার মধ্যে রয়েছে অন্যতম মূল অভিযুক্ত নিশু। এই নিয়ে মোট তিনজনকে গ্রেফতার করল বিশেষ তদন্তকারী দল (এসআইটি)। অভিযুক্ত নিশু এই ধর্ষণের ঘটনায় যুক্ত থাকার কথা স্বীকার করেছে। মূল অভিযুক্ত নিশু সহ সঞ্জীব নামে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। সঞ্জীব পেশায় ডাক্তার। নির্যাতনের পর অবস্থার অবনতি হওয়ায় সঞ্জীবকে ধর্ষিতার শারীরিক পরীক্ষার জন্য ডাকা হয়েছিল। পরীক্ষা করে সে অবস্থা সংকটজনক জানানোর পরই নির্যাতিতাকে বাসস্ট্যান্ডে ফেলে আসা হয়েছিল। তবে এখনও অধরা আরও দুই মূল অভিযুক্ত সেনাকর্মী পঙ্কজ ও মনীশ। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
মেওয়াটের এসপি ও এসআইটি-এর প্রধান নাজনিন ভাসিন জানান, সোমবার ধৃতদের আদালতে তোলা হবে। তাদের আরও জিজ্ঞাসাবাদ করার জন্য নিজেদের হেপাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। রিওয়ারির জেলা হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট জানান, নির্যাতিতার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। আস্তে আস্তে সে ট্রমা কাটিয়ে উঠছে।
এই ঘটনার পর মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টারের নির্দেশে রিওয়ারির পুলিশ সুপার রাজেশ দুগ্গালকে সরিয়ে দেওয়া হয়। নতুন পুলিশ সুপার হন রাহুল শর্মা। এরপর রবিবার গ্রেফতার হয় অন্যতম মূল অভিযুক্ত নিশু ও সঞ্জীব। শনিবার দীনদয়াল নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছিল এসআইটি।
রিওয়ারির নতুন পুলিশ সুপার রাহুল শর্মা বলেন, ‘নির্যাতিতার নিরাপত্তার ব্যবস্থা করা এখন আমাদের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি, বাকি অভিযুক্তদের গ্রেফতার করার দিকেও আমরা বিশেষ নজর দিচ্ছি। শুধু তাই নয়, ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে যাতে তাড়াতাড়ি অভিযুক্তদের বিচার করা যায়, সেই ব্যবস্থাও করা হবে।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2MGsviy
September 17, 2018 at 07:12PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন