নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বরঃ আগামী ১০-১৫ বছরের মধ্যে দেশে আরও ১০০টি নয়া বিমানবন্দর তৈরির কথা জানালেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী সুরেশ প্রভু। এরজন্য বাজেট ধরা হয়েছে ৪.২ লক্ষ কোটি টাকা।
গোটা বিশ্বের মধ্যেই অসামরিক বিমান সেক্টরে উল্লেখযোগ্য লাভ করেছে ভারত। গত ৫০ মাসে এই সেক্টরে লাভের খতিয়ানও প্রশংসনীয়।
সুরেশ প্রভু জানান, ‘১০-১৫ বছরের মধ্যে ১০০টি বিমানবন্দর তৈরি করা হবে। এরজন্য খরচ ধরা হয়েছে ৬০ বিলিয়ন ডলার।’ পিপিপি(পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ) মডেলেই এই প্রকল্প শেষ করা হবে বলে জানা গিয়েছে। এছাড়াও কার্গো নীতি তৈরি নিয়েও ভাবনাচিন্তা চলছে বলে জানিয়েছেন তিনি।
ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন-এর রিপোর্ট অনুযায়ী, বিমানযাত্রী পরিবহনের বাজার হিসেবে আগামী ১০ বছরের মধ্যেই জার্মানি, জাপান, স্পেন ও ব্রিটেনকে টপকে তৃতীয় স্থানে উঠে আসবে ভারত।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2wFBM4p
September 04, 2018 at 05:29PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন