আমডাঙার মূল অভিযুক্ত গ্রেফতার

কলকাতা, ১৯ সেপ্টেম্বরঃ আমডাঙা ঘটনার মূল অভিযুক্ত জাকির বল্লুককে গ্রেফতার করল পুলিশ। সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন উত্তর ২৪ পরগনার পুলিশ সুপার সি সুধাকর। জেলার পুলিশ সুপার সুধাকর জানিয়েছেন, ‘সিপিআই(এম) কর্মী জাকির  ঘটনার পর থেকেই পলাতক ছিল। ফোন ব্যবহার না করায় তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। আত্মীয়কে একদিন ফোন করার পরই সে ধরা পড়ে।’ জাকিরকে ধরতে জেলা পুলিশের তরফে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। জানা গিয়েছে, তার বিরূদ্ধে ৪৪৭, ৪৪৮, ৪৪৯, ৪২৭, ৩২৬, ৩০২, ৩০৭, ২০১, ১২০/বি আইপিসি, ২৫/২৭ অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। আমডাঙার ঘটনায় আগেই ৩১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2xmya8C

September 19, 2018 at 05:38PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top