কলকাতা, ৬ সেপ্টেম্বরঃ বেহালায় ডেঙ্গিতে মৃত্যু হল সূরয শংকুয়া নামে এক কিশোরের। বৃহস্পতিবার বেহালার এক নার্সিংহোমে তাঁর মৃত্যু হয়।
পর্ণশ্রীর অজন্তা এলাকার বাসিন্দা সূরয। ২৮ অগাস্ট জ্বর নিয়ে স্থানীয় এক চিকিৎসকের কাছে গেলে ওই চিকিৎসক জানান, সূরযের ভাইরাল ফিভার হয়েছে। তাকে হাসপাতালে ভরতি করে চিকিৎসা করানোর পরামর্শ দেন পরিবারকে। অবস্থার অবনতি হওয়ায় ওই চিকিৎসক মহাবীরতলায় নিজের পরিচিত একটি নার্সিংহোমে কিশোরকে ভরতির ব্যবস্থা করেন। পরিবারের লোকজনের অভিযোগ, বেশ কয়েকদিন রক্ত পরীক্ষা না করেই জ্বরের চিকিৎসা চলে নার্সিংহোমে। ৪দিন পর রক্ত পরীক্ষায় ডেঙ্গি ধরা পড়ে। ততদিনে প্লেটলেট নেমে গিয়েছে ২৫ হাজারে। চিকিৎসক ভুলপথে পরিচালিত করায় সূরযের মৃত্যু হয়েছে বলে তাঁর পরিবারের সদস্যরা অভিযোগ তুলে বিক্ষোভ দেখান। অভিযুক্ত চিকিৎসকের বাড়িতে চড়াও হন বলে অভিযোগ। রাতে অজন্তার কাছে ডায়মন্ডহারবার রোডে অবরোধ করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ওই চিকিত্সকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Qa7u2U
September 06, 2018 at 04:33PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন