নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বরঃ রাজীব গান্ধি খেলরত্ন পুরস্কারের জন্য নাম পাঠানো হল ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও ভারোত্তলক মীরাবাই চানুর। খেলার দুনিয়ায় এটি দেশের সর্বোচ্চ সম্মান। সচিন তেন্ডুলকর ও মহেন্দ্র সিং ধোনির পর তৃতীয় ক্রিকেটার হিসেবে এই খেতাব পেতে চলেছেন বিরাট।
১৯৯৭ সালে খেলরত্ন পান সচিন তেন্ডুলকর। ২০০৭ সালে পান মহেন্দ্র সিং ধোনি। এশিয়ান গেমসে সোনা জয়ের পর অর্জুন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া।
এছাড়াও অর্জুনের জন্য পাঠানো হয়েছে হিমা দাস, জিনসন জনসন, স্মৃতি মান্ধানা, হকি খেলোয়াড় মনপ্রীত সিং ও সবিতা পুনিয়া, প্যাডলার মণিকা বাত্রা ও টেনিস খেলোয়াড় রোহন বোপান্নার নামও।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2QCTjDz
September 18, 2018 at 11:41AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন