বুলেট ট্রেনের বিরুদ্ধে আদালতে হাজার কৃষক

আমেদাবাদ , ১৮ সেপ্টেম্বরঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের মুম্বই-আমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছেন গুজরাটের একহাজার কৃষক। গুজরাট হাইকোর্টে অ্যাফিডেভিট দাখিল করে তাঁরা প্রকল্পের বিরোধিতা করছেন। গুজরাট হাইকোর্টের প্রধান বিচারপতি আর সুভাষ রেড্ডি ও বিচারপতি ভিএম পাঞ্চলির বেঞ্চে বুলেট ট্রেন প্রকল্পের জন্য জমি অধিগ্রহণকে চ্যালেঞ্জ জানিয়ে ৫টি মামলা চলছে। এই পরিস্থিতিতে এক হাজার কৃষক নতুন করে আদালতের দ্বারস্থ হওয়ায় আইনি লড়াই আরও তীব্র হল বলে মনে করা হচ্ছে। এদিন আবেদনকারীরা আদালতে দাবি করেন, তাঁরা বাদে আরও বহু কৃষক বুলেট ট্রেন প্রকল্পের বিরোধিতা করছেন।
কৃষকদের অভিযোগ, জাপান ইনটারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (জেআইসিএ)  তৈরি করা শর্ত ভেঙে বুলেট ট্রেনের জন্য জমি অধিগ্রহণ করছে গুজরাট প্রশাসন। ক্ষতিপূরণ বা পূনর্বাসন নিয়ে রাজ্য সরকারের তরফে তাঁদের কিছুই জানানো হয়নি বলে এদিন দাবি করেছেন কৃষকরা। আবেদনকারীদের আইনজীবী আনন্দ ইয়াগ্নিকের বক্তব্য, জরুরি ভিত্তিতে মামলার শুনানি শুরু করার আবেদন জানানো হয়েছে। মামলার রায় ঘোষণা না হওয়া পর্যন্ত আমরা প্রকল্পের কাজ স্থগিত রাখার দাবি জানিয়েছি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2MQ9nPq

September 18, 2018 at 11:05PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top